ফালতু জিনিস এর পাল্লায় না পড়ে, সব থেকে ভালো হয় আপনি যা শিখতে চান সেটা গুগল এবং ইউটিউব রিসার্স করে নিজে নিজে শিখুন। সব থেকে বেশি কাজে দিবে। আর জামাল ষাড় এর গল্প কেমন সেটা বড় কোনো ফ্রিল্যান্সার গ্রুপে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। এসবে কান দিয়েন না। মনে রাখবেন শেখার জন্য গুগল এবং ইউটিউব ই হলো বেস্ট পার্টনার। তাছাড়া বেশির ভাগ ক্ষেত্রেই বাকি সবাই তাবিজ বিক্রেতা।

আর যদি খুব বেশি কোর্স এর দরকার হয় তাহলে ক্রেজি এইচ ডি তে তো অনেক কোর্স তো পাওয়া যায়। আপনি ইংরেজী কোর্স দেখে সেখার ট্রাই করেন। ভালো কিছু পাবেন আশা করি।