আমাদের Computer এ আমরা প্রতিনিয়ত software install করে থাকি। আবার প্রয়োজন শেষে uninstall করে দেই। অনেক বেশি software install-uninstall করার ফলে pc slow হয়ে যেতে পারে । এই জন্য অনেকে computer এর windows change করে থাকে। Windows change করা অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে। তাদের আমি suggest করব Acronics True Image software টি ব্যবহার করার জন্য। এই software এর মাধ্যমে windows এর backup নিয়ে রাখা যায় এবং পরবর্তী তে backup restore করে একেবারে new windows এর সুবিধা পাওয়া যায়।